• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরো ১০টি দেশ জেরুজালেমে দূতাবাস সরাবে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ডিসেম্বর ২০১৭, ২২:১৫

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১০টির বেশি দেশের সঙ্গে যোগাযোগ করেছে, যারা তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে চায়। সোমবার দেশটির ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জিপি হোটোভেলি বলেছেন, ওইসব দেশ এ ব্যাপারে আগ্রহ প্রকাশের পরই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

দেশটির রেশেট বেট রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

গুয়েতেমালা তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেবে এমন ঘোষণার একদিন পর ইসরায়েলি এই নেতা এ ধরনের মন্তব্য করলেন।

এদিকে গুয়েতেমালার ওই ঘোষণার পর দেশটির প্রেসিডেন্টের প্রশংসা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, আমি গুয়েতেমালার প্রেসিডেন্টকে বলতে চাই, ঈশ্বর তোমার মঙ্গল করুক, আমার বন্ধু, প্রেসিডেন্ট মোরালেস। তিনি আরো বলেন, ঈশ্বর আমাদের দুই দেশেরই মঙ্গল করুক। আমরা আপনাদের জন্য জেরুজালেমে অপেক্ষায় আছি।

নেতানিয়াহু বলেন, গুয়েতেমালার এই পদক্ষেপ কেবল শুরু এবং গুরুত্বপূর্ণ। আরো অনেক দেশই জেরুজালেমকে স্বীকৃতি দেবে এবং তাদের দূতাবাস সেখানে সরিয়ে নেবে।

কোন কোন দেশ জেরুজালেমে তাদের দূতাবাস সরিয়ে নিতে রাজি হয়েছে সেটি অবশ্য বলেননি হোটোভেলি।

তবে ইসরায়েলের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সরকারি বেতার বলছে, ফিলিপিন্স, হন্ডুরাস, রোমানিয়া, দক্ষিণ সুদান তাদের মধ্যে অন্যতম।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর জেরুজালেম ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে ১২৮টি দেশ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয়। আর যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশ ওই সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়। ৩৫টি দেশ অনুপস্থিত থাকে। আর ভোটদানে বিরত থাকে ২১টি দেশ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
X
Fresh