• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভেনেজুয়েলাকে পাল্টা জবাব ব্রাজিলের

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ ডিসেম্বর ২০১৭, ২১:৩০

কূটনীতিক বহিষ্কারের জবাবে এবার ব্রাজিলে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত জেরার্ডোকে বহিষ্কার করেছে ব্রাজিল সরকার। কারাকাসে ব্রাজিলের রাষ্ট্রদূত রাই পেরেইরাকে বহিষ্কার করেছিল ভেনেজুয়েলা সরকার। জবাবে ব্রাজিলও বহিষ্কার করলো ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে। খবর বিবিসির।

এর আগে কানাডাও তাদের রাষ্ট্রদূত বহিষ্কারের জবাবে এমন পদক্ষেপ নেয়। ভেনেজুয়েলার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে তারা।

শনিবার কানাডা ও ব্রাজিলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ভেনেজুয়েলা সরকার। দেশটির সাংবিধানিক পরিষদের প্রধান ডেকলি রদ্রিগেজ ওই দুই দেশের রাষ্ট্রদূতকে কারাকাস ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। ভেনেজুয়েলার দাবি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে কানাডা।

ব্রাজিলে বামপন্থী রাজনীতিক দিলমা রৌসেফকে অপসারণ করে মধ্য-ডানপন্থী মিশেল তেমর প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কারাকাসের সঙ্গে ব্রাসিলিয়ার সম্পর্কের অবনতি হয়। বামপন্থী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ব্রাজিলের রাজনীতিতে ওই পরিবর্তনকে ‘ডানপন্থীদের অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেন। প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে সম্প্রতি বিরোধীদের হয়রানির অভিযোগ তোলে ব্রাজিল। আর কয়েক মাস আগে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে ভেনেজুয়েলার কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে কানাডা।

এদিকে প্রেসিডেন্ট মাদুরোর মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। তখন তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কথা রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
কানাডার হয়ে খেলতে চেয়েছিলেন বুমরাহ!
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
X
Fresh