• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিক-ম্যানেজার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ডিসেম্বর ২০১৭, ২১:৪৮

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার একটি ভবনে আগুন লেগে ২৯ জন নিহত হবার ঘটনায় মালিক ও ম্যানেজারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

দেশটির উত্তর চুঙচিওঙ প্রদেশের জেচিওন শহরের ওই আটতলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনাটি গত নয় বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল।

পুলিশ কর্মকর্তাটি জানান, লি পদবিধারী ওই ভবনের মালিক নিরাপত্তা বিধি এবং অবহেলার কারণে ঘটা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ইতোমধ্যে কিম পদবিধারী ভবনটির ম্যানেজার অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রথানুযায়ী তাদের পুরো নাম প্রকাশ করা হয়নি।

তিনি আরো বলেন, তাদেরকে শাস্তি বাড়াতে পুলিশ আরো গ্রেপ্তারি পরোয়ানা দিতে চাচ্ছে।

জেচিওন শহরের এক মুখপাত্রের বরাত দিয়ে সিএনএনের দক্ষিণ কোরিয়া শাখা কেবিএসের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৩ জন নারী এবং ছয়জন পুরুষ ছিল। ১৮ জন নারী এবং দুইজন পুরুষের মৃতদেহ পাওয়া যায় ভবনটি দ্বিতীয় তলার গণশৌচাগারে।

শহরটির মেয়র জানান, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ২৯ জন আহত হন। তবে তা গুরুতর ছিল না।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস 
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
X
Fresh