• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:২৪

ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এটি জানিয়েছেন। খবর ডেস অব প্যালেস্টাইনের।

তিনি বলেছেন, আগামী মাসে মন্ত্রিসভায় এ বিষয়ে আলোচনা করা হবে। এর আগে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছিল তুরস্ক।

এরপর শুক্রবার এক সমাবেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, ‘জেরুজালেমকে রক্ষায়’ প্রয়োজনীয় সব কিছু করবে মালয়েশিয়া।

মূলত এরপরই এমন মন্তব্য করলেন উপপ্রধানমন্ত্রী হামিদি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, বিশ্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পর পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবে আঙ্কারা।

তিনি জানান, দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারে ‘ব্যাপক দৃঢ়তা’ লক্ষ্য করা যাচ্ছে।

কাভুসোগলু আরো বলেছেন, একবার আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় সফল হওয়ার পর পূর্ব জেরুজালেমে দূতাবাস খুলবো।

এর আগে ১৭ ডিসেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছিলেন, আমরা ইতোমধ্যে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করেছি। তবে সেটি অধিকৃত হওয়ায় সেখানে এখনো দূতাবাস খুলতে পারিনি আমরা।

উল্লেখ্য, অন্যান্য অনেক মুসলিম প্রধান দেশের মতো মালয়েশিয়ারও ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ই-পাসপোর্টসংক্রান্ত হাইকমিশনের জরুরি নোটিশ
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
গাজায় ইসরায়েলের পৃথক হামলায় নিহত ১৮
৩২ দেশকে ইসরায়েলের চিঠি, কি ছিল সেই চিঠিতে
X
Fresh