• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

ইরান নিয়ে নির্দেশিকা জারি করলো ভারত

ডয়েচে ভেলে

  ০২ অক্টোবর ২০২৪, ২১:১৫
ইরান
সংগৃহীত

ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এরপরেই ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করে ভারত।

মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। ২০০টি মিসাইল ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। যার জেরে ইরানে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরান নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে ভারত।

বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, অতি প্রয়োজন ছাড়া এখন ইরানে না যাওয়াই বাঞ্ছনীয়। পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে।

বলা হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং ভারতীয় হাই কমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন নম্বরও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান এবং গোটা অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত নজর রাখছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলে ভারতের দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছিল।

সেখানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়াই ভালো। ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে এবং ইসরায়েলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও সেখানে জানানো হয়েছিল।

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত হয়ে আসবে নেপালের বিদ্যুৎ, ত্রিপক্ষীয় চুক্তি সই
আখাউড়ায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় মালামালসহ আটক ১ 
তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত পালানো নিয়ে যা জানাল বিজিবি