• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২৪, ১৮:৩৫

জাতিসংঘের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির অভিযোগ, আন্তোনিও গুতেরেস ইরানের ক্ষেপণাস্ত্র হামলার স্পষ্টভাবে নিন্দা করেননি। খবর এএফপির।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ এক বিবৃতিতে বলেছেন, যারা ইরানের নিকৃষ্ট হামলার নিঃসন্দেহ নিন্দা করতে পারে না, তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। তিনি (গুতেরেস) একজন ইসরায়েলবিরোধী মহাসচিব, যিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থন দেন।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

যদিও গুতেরেস গত মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের নিন্দা জানিয়ে বলেন, এই সংঘাত অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই একটি যুদ্ধবিরতি প্রয়োজন।

আরটিভি/ ডিসিএনই/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেদারল্যান্ডস থেকে ইসরায়েলিদের উদ্ধারে বিমান যাচ্ছে 
ইসরায়েলি হামলায় গাজা-লেবাননে আরও শতাধিক নিহত
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩০
ইসরায়েল ও ফ্রান্সের মধ্যকার ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ