• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফিলিপিন্সে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ডিসেম্বর ২০১৭, ০৯:০৬

ফিলিপিন্সে একটি বিপণী বিতানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

টানা কয়েক ঘণ্টা চেষ্টার পরও আগুন নেভাতে ব্যর্থ হয় দমকল বাহিনীর কর্মীরা। শনিবার সকালে বিপণী বিতানটির তৃতীয় তলায় আগুন লাগে। পরে তা ওপরের তলায়ও ছড়িয়ে পড়লে সেখানে থাকা একটি কল সেন্টারের কর্মীরা আটকা পড়ে।

দাভাওয়ের একজন পুলিশ কর্মকর্তা রাল্ফ ক্যানয় বলেছেন, তিনি রোববার সকালেও ওই ভবন থেকে ধোঁয়া উড়তে দেখেছেন।

তিনি বলেন, তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। ওই তলায় কাপড়, কাঠের আসবাবপত্র ও প্লাস্টিক সামগ্রী রয়েছে। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এ কারণেই আগুন নেভাতে সময় লাগছে।

ক্যানয় বলেন, কল সেন্টারের কর্মীরা হয়তো তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের বিষয়টি খেয়াল করেনি।

ওই কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকত।

এদিকে স্থানীয় একজন কর্মকর্তাকে উদ্ধৃত গণমাধ্যমটি জানিয়েছে, ঘটনার শিকার ব্যক্তিদের বাঁচার সম্ভাবনা ‘শূন্য’।

ওই ঘটনার পর সেখানে ছুটে গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারেরে সঙ্গে কথা বলেছেন।

তাৎক্ষণিকভাবে ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
X
Fresh