• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নতুন নিষেধাজ্ঞায় অর্থনৈতিক সংকটে পড়বে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ডিসেম্বর ২০১৭, ২২:২০

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটি অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর আরোপকৃত এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে পেট্রোলিয়াম সরবরাহ সীমিত করা হবে এবং আগামী দুই বছরের মধ্যে উত্তর কোরিয়ার যেসব কর্মী বিদেশে আছেন, তাদের দেশে ফিরে যেতে হবে।

গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ের ওপর ভোটাভুটি হয়। রাশিয়া ও চীনসহ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবাই যুক্তরাষ্ট্রের তৈরি নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

এই প্রস্তাবে উত্তর কোরিয়ায় বছরে ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল, কেরোসিন ও ডিজেল সরবরাহ সীমিত করে পাঁচ লাখ ব্যারেল করা হয়েছে, এর আগে যা ২০ লাখে সীমিত করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই বছরে এটা নিয়ে তৃতীয়বারের মতো অবরোধ আরোপ করা হলো উত্তর কোরিয়ার ওপর। গত ১১ বছরে এই সংখ্যা ১০ বার, যা দেশটির অর্থনীতিতে বেশ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। তেল সরবরাহ সীমিত করলে দেশটির শিল্প খাতে ভয়াবহ প্রভাব পড়বে।

গত ২৯ নভেম্বর সর্বশেষ পরীক্ষামূলকভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh