• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের আঘাত, নিহত অন্তত ৯০

ডয়েচে ভেলে

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৪
হারিকেন
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত হারিকেন হেলেনের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা একশ’র কাছাকাছি পৌঁছেছে৷ হেলেনের প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ, রাস্তাঘাট ও ব্রিজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷

প্রাদেশিক ও স্থানীয় কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্য উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়ায় অন্তত ৯০ জন্য মারা গেছেন৷ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷

মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকেই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ সপ্তাহান্তের এই ঝড়ে ক্ষতির পরিমাণ অন্তত এক হাজার ৫০০ কোটি থেকে দশ হাজার কোটি ডলারের সম পরিমাণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ নর্থ ক্যারোলাইনার বানকোম্বে কাউন্টিতে ৩০ জনের প্রাণহানির খবরটি নিশ্চিত করেছে সেখানকার শেরিফ কুয়েন্টিন মিলার৷ কাউন্টি ব্যবস্থাপক আভ্রিল পিন্ডনার সেখানে জরুরি খাদ্য ও সুপেয় পানি সরবরাহের জন্য আহ্বান জানিয়েছেন৷

হারিকেন হেলেন এর ভয়াবহতা প্রকাশ করে গভর্নর রয় কুপার সিএনএনককে বলেন, সাম্প্রতিক ইতিহাসে এটি একটি ভয়াবহ দুর্যোগ৷ পশ্চিম নর্থ ক্যারোলাইনার যাদের সঙ্গে আমার কথা হয়েছে, সবাই বলেছে তারা এমন কিছু আগে কখনো দেখেনি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ৷

রোববার সাংবাদিকদের জো বাইডেন বলেন, এটা মর্মান্তিক৷ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস কর্তৃপক্ষ৷ নির্বাচনি প্রচারণায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি জর্জিয়ায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় ও জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা নিবেন৷

আরটিভি/এএইচ

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত ৪৬
হারিকেন ‘বেরিল’-এর তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় দ্বীপ
উপকূলের খুব কাছে ঘূর্ণিঝড় বেরিল, আঘাত হানবে যেসব দেশে
১৭৯ কিমি বেগে যেসব দেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বেরিল’