• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

হিজবুল্লাহ ও লেবাননকে সাহায্য করা মুসলমানদের জন্য ফরজ: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৯

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লেবাননের সাম্প্রতিক সংকট নিয়ে এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি ইসরাইলি হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম বিশ্বের জন্য হিজবুল্লাহ ও লেবাননকে সাহায্য করা ফরজ বলে ঘোষণা করেছেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হত্যাযজ্ঞ তাদের বর্বর ও নৃশংস চরিত্রকে আবারো প্রমাণ করেছে। গাজায় তাদের আগের অপরাধযজ্ঞ থেকে কোনো শিক্ষা না নিয়ে, তারা এবার লেবাননে একই ভুল পুনরায় করছে। তবে ইসরাইল কখনোই হিজবুল্লাহর সুদৃঢ় কাঠামোর ওপর আঘাত হানতে সক্ষম হবে না।

তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতা ও গৌরবের প্রতীক। একসময় যারা লেবাননের মাটিতে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল, সেই দখলদার ইসরাইলিদের পা কেটে দেয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহ লেবাননকে মুক্ত করেছে। আজও তারা প্রতিরোধের অগ্রভাগে দাঁড়িয়ে আছে।

আয়াতুল্লাহ খামেনি উল্লেখ করেন, লেবানন ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাহায্য করা সব মুসলমানের জন্য একটি ধর্মীয় কর্তব্য। তিনি বলেন, এখানে প্রতিটি মুসলমানের জন্য ফরজ হলো হিজবুল্লাহ এবং লেবাননের প্রতিরোধ বাহিনীগুলোকে সমর্থন করা, যাতে তারা ইসরাইলের মতো দখলদার, জালিম ও নিষ্ঠুর শাসকদের বিরুদ্ধে সফল হতে পারে।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েল জুড়ে হামাস, হিজবুল্লাহ ও হুথির হামলা
ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহরে হিজবুল্লাহর রকেট হামলা
ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর
নাসরুল্লাহর উত্তরসূরি হাশিম সাফিউদ্দিনের খোঁজ মিলছে না