• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বছরে এক বোতলের কম মদপান করে একজন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ডিসেম্বর ২০১৭, ১৭:২৬

এশিয়ার মধ্যে গড়ে একজন বাংলাদেশি সারাবছরে এক বোতলের চেয়েও কম মদপান করে। মদপানের শীর্ষ ২০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালিকাটি প্রকাশ করেছে।

সংস্থাটির তথ্য মতে, এশিয়ায় সবচেয়ে কম মদপান করে পাকিস্তানিরা। অন্যদিকে মদপানে শীর্ষে অবস্থান দক্ষিণ কোরিয়ার। দেশটির ১৫ বছরের বেশি বয়সীদের প্রত্যেকেই বছরে গড়ে ১০.৯ লিটার মদপান করে।

দক্ষিণ কোরিয়ার পরে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। মদপানে এশিয়ার শীর্ষ তিনে অবস্থান করছে থাইল্যান্ড।

এছাড়া মঙ্গোলিয়া চতুর্থ, চীন পঞ্চম, জাপান ষষ্ঠ, লাউস সপ্তম, কম্বোডিয়া অষ্টম, ফিলিপিন্স নবম, ভারত দশম, শ্রীলঙ্কা ১১তম, সিঙ্গাপুর ১২তম, নেপাল ১৩তম, মালয়েশিয়া ১৪তম, ভুটান ১৫তম, ব্রুনেই ১৬তম, মিয়ানমার ১৭তম ও ইন্দোনেশিয়া ১৮তম অবস্থানে রয়েছে।

প্রতিবেদন অনুসারে, মুসলিম প্রধান দেশগুলোর জনগণ সবচেয়ে কম মদপান করে। এর যথেষ্ট কারণও রয়েছে। সাধারণত রাষ্ট্রীয়ভাবেই এসব দেশে মদ উৎপাদন ও বিপণনে নিষেধাজ্ঞা থাকে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ানদের ধারে কাছে নেই কোনো দেশ। দক্ষিণ কোরিয়ায় ভাত থেকে তৈরি ‘সোজু’ নামের এক বিশেষ মদের জনপ্রিয়তাই এর মূল কারণ।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh