• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

এবার হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকেও হত্যার দাবি করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫
এবার হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকেও হত্যার দাবি করল ইসরাইল
ছবি : সংগৃহীত

এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান ইয়াসিনকেও হত্যা করার দাবি করেছে ইসরাইলি দখলদার বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন বলে জানায় হিজবুল্লাহ।

যদিও জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে শনিবার বৈরুতের দাহিহ জেলায় হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান খলিল ইয়াসিনকে হত্যা করেছে।

আইডিএফ আরও জানিয়েছে, ইয়াসিন উত্তর সীমান্তে এবং ইসরাইলি ভূখণ্ডের ভেতরের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু সনাক্তকরণ বিষয়ক বিভাগের প্রধান ছিলেন।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিতের কয়েক ঘণ্টা পরে বৈরুতে এ হামলার কথা জানায় আইডিএফ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েল জুড়ে হামাস, হিজবুল্লাহ ও হুথির হামলা
ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহরে হিজবুল্লাহর রকেট হামলা
ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর
নাসরুল্লাহর উত্তরসূরি হাশিম সাফিউদ্দিনের খোঁজ মিলছে না