• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবারের মতো ভ্যাট চালু করছে সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক
  ২১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৯

সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো মূল্য সংযোজন কর(ভ্যাট) চালু করছে। আগামী ১ জানুয়ারি থেকে এই ভ্যাট কার্যকর হবে।

দেশটির অর্থকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ওবাইদ হুমাইদ আল তায়ের মঙ্গলবার ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের(এফএনসি) এক অধিবেশনে ভ্যাট কার্যকরের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার ভ্যাট কার্যকর সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। ভ্যাট কার্যকরের এই সিদ্ধান্ত বিলম্বের কোনো কারণ নেই।

এই কর আরোপ দেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা পালন করবে।

ওবাইদ হুমাইদ বলেন, এতে মানুষের জীবনযাত্রায় বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

তবে সংযুক্ত আরব আমিরাত ব্যাংক ফেডারেশনের চেয়ারম্যান আব্দুল আজিজ আব্দুল্লা আল ঘুহাইর জানান, দেশটির ব্যাংক খাত ভ্যাট কার্যকরে এই মুহূর্তে প্রস্তুত নেই। ব্যাংক খাতে ভ্যাট কার্যকরে আরো ছয় মাসের সময় প্রয়োজন।

দেশটিতে বেশির ভাগ পণ্য ও সেবার ওপর ভ্যাট আরোপিত হবে। স্বল্প সংখ্যক পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।

কে/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে : আইপিডি
‘মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত আমরা নিইনি’
মেট্রোরেলে বাড়তি ভাড়া গুনতে হবে ১ জুলাই থেকে
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
X
Fresh