• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেলবোর্নে পথচারীদের ওপর গাড়ি, আহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ ডিসেম্বর ২০১৭, ১২:৫১

অস্ট্রেলিয়ার মেলবোর্নে পথচারীদের ওপর এক ব্যক্তি গাড়ি উঠিয়ে দেয়ায় অন্তত ১৬ জন অহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সেখানকার পুলিশ ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।

পুলিশ ওই ঘটনার বিস্তারিত জানাতে পারেনি। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন সেটাও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।

ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবার লোকজন সেখানে ছুটে যায়।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, শহরের ব্যস্ততম একটি জংশনে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয় ওই চালক। তারা বলছে, ফ্লিনন্ডার্স স্ট্রিটে ‘বেশ কয়েকজন পথচারী সঙ্গে’ গাড়িটি ধাক্কা খায়।

তবে ওই ঘটনার পর প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বেশ কিছু মানুষ মাটিতে শুয়ে আছে। আর পাশেই একটি বড় সাদা গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় থ্রিএডব্লিউ রেডিও স্টেশনকে জানিয়েছে, গাড়িটিতে সবার ওপর উঠিয়ে দিলে মানুষজন চারদিকে ছিটকে পড়ে যায়। পুলিশ মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
X
Fresh