• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেক্সিকোয় বাস উল্টে ১২ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:২৩

মেক্সিকোয় একটি টুরিস্ট বাস উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

মেক্সিকোর কুইনতানা রু প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ভিনসেন্তে মার্টিন এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আহতদের মধ্যে সাতজন মার্কিনি ও দুইজন সুইডিশ নাগরিক রয়েছেন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি মার্টিন।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই লেনের মহাসড়কের পাশে বাসটি উল্টে রয়েছে। পাশেই ফুটপাতে কয়েকজন আহতাবস্থায় শুয়ে আছেন। আর কয়েকজন হাঁটাহাঁটি করছেন।

মিয়ামিভিত্তিক রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা তাদের দুটি শিপ সেলিব্রেটি ইকুইনক্স ও সেরেনাদে অব দ্য সিসের যাত্রী।

এ ঘটনায় কোম্পানিটি সমবেদনা জানিয়েছে। তারা বলছে, আহতদের জন্য তারা চিকিৎসা সেবা ও পরিবহনের ব্যবস্থা করেছে।

এদিকে মেক্সিকোয় মার্কিন দূতাবাস জানিয়েছে, সেখানকার কর্মকর্তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

ওই বাসেরই একজন যাত্রী ক্রিস ব্রোওলে বলেছেন, আকাশ পুরো পরিষ্কার ছিল। রাস্তাও শুকনো ছিল। আর আমাদের গাড়িটি অন্য কোনো গাড়ির সঙ্গেও ধাক্কা খায়নি।

মার্টিন আরো বলেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
পর্যটকের পদচারণায় মুখর কুয়াকাটা সৈকত 
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
X
Fresh