• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীর স্বাধীন করে ৭১-এ পরাজয়ের বদলা নেব

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:২৮

কাশ্মীরকে স্বাধীন করে ১৯৭১ সালে বাংলাদেশের কাছে পরাজয়ের বদলা নেব। এমনটিই জানিয়েছেন জামাত-উদ-দাওয়ার প্রধান ও মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদ।

পাকিস্তানের লাহোরে গতকাল শনিবার এক সভায় তিনি এ মন্তব্য করেন। খবর জি নিউজের।

হাফিজ সাঈদ বলেন, পাকিস্তান ১৯৭১ সালের লড়াইয়ে পরাজিত হয়েছিল। কাশ্মীরকে স্বাধীন করে সেই পরাজয়ের বদলা নেয়া হবে।

জি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়ে সহযোগিতা করেছে ভারত। সেই রাগ এখনো পুষে রেখেছে পাকিস্তান। আর সেটির বহিঃপ্রকাশ ঘটলো সাঈদের ওই মন্তব্যে।

এর আগে জঙ্গি মদদের অভিযোগে বেশ কিছুদিন সাঈদকে গৃহবন্দি করে রাখে পাকিস্তান। তবে শেষপ‌র্যন্ত আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেয়া হয়। বন্দিদশা থেকে ছাড়া পেয়েই সাঈদ ঘোষণা করেন, কাশ্মীরকে স্বাধীন করবে জামাত-উদ-দাওয়া।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার দল পাকিস্তান মুসলিম লীগকে উদ্দেশ করে সাঈদ বলেন, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে কাশ্মীরকে স্বাধীন করবে, পাকিস্তানকে রক্ষা করবে। কিন্তু তোমরা তা পারোনি। এর মাধ্যমে তোমরা দেশের মানুষকে ধোঁকা দিয়েছ। তাদের সঙ্গে প্রতারণা করেছ। তোমরা নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলে। দেশের মানুষের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে জাফরান বাঁচাতে বৈজ্ঞানিক উদ্যোগ
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
বিক্ষোভের মুখে পাকিস্তানের বালতিস্তানে কর আদায় স্থগিত
ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
X
Fresh