• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সোমালিয়ার পুলিশ একাডেমিতে আত্মঘাতী হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৫

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পুলিশ একাডেমিতে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত পনের জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশের পোশাক পরে একাডেমিতে ঢুকে এই বোমা হামলা চালায় দুষ্কৃতকারী। খবর রয়টার্স ও আল-জাজিরার।

পুলিশের মুখপাত্র মেজর মোহামেদ হুসেন জানান, হামলাকারী তার শরীরের সঙ্গে বোমা বেঁধে ‘জেনারেল কাহিয়ে পুলিশ প্রশিক্ষণ একাডেমি’তে ঢুকে শিক্ষানবিশ প্যারেড চলাকালে এই বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে গণমাধ্যমে আমিন অ্যাম্বুলেন্সের ডিরেক্টর আবদিকাদির আবদি রহমান বলেন, আমরা ১৩টি মৃতদেহ ও ১৫ জন আহতকে হাসপাতালে নিয়েছি।

এদিকে আত্মঘাতী ওই হামলার দায় স্বীকার করেছে উগ্রবাদী ইসলামিক গোষ্ঠী আল শাবাব। জঙ্গিগোষ্ঠীটির মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব জানান, পরবর্তীতে ঘটনার সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে মোগাদিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ২৩০ জন লোক নিহত হয়। একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরক ভর্তি ট্রাক দিয়ে ঘটানো এই বিস্ফোরণে আরো বহু লোক আহত হয়েছিল।

এপি/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh