• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৬৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার : এমএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫

মিয়ানমারের রাখাইনে আগস্টে সহিংসতা ছড়িয়ে পরার পর দেশটির সেনাবাহিনীর নিধনযজ্ঞে এক মাসে অন্তত ৬ হাজার ৭শ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। এমন ভয়াবহ পরিসংখ্যান দিয়েছে মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ)। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের ওপর করা এক জরিপ শেষে এই তথ্য জানায় দাতা সংস্থাটি। খবর বিবিসি।

মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস জানায়, মিয়ানমারের কর্তৃপক্ষের ব্যাপক সহিংসতার স্পষ্ট ইঙ্গিত এটি।

মিয়ানমার সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের ওপর সহিংসতার দায় দিয়ে নিজেদের নির্দোষ দাবী করছে।

এমএসএফ'এর তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ৬ লাখ ৪৭ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দাতা সংস্থাটির জরিপে বলা হয়েছে, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৯ হাজার রোহিঙ্গা মিয়ানমারে মারা যায়। এর মধ্যে অন্তত ৬ হাজার ৭শ মৃত্যুর কারণ সহিংসতা, যার মধ্যে পাঁচ অথবা তার চেয়ে কম বয়সের শিশু ছিল ৭৩০ জন।

মিয়ানমার সেনাবাহিনীর বক্তব্য এসময়ে রাখাইনে নিহত হয়েছে ৪শ রোহিঙ্গা। যাদের মধ্যে অধিকাংশই মুসলিম জঙ্গি।

এদিকে 'ফ্রিডম অব ডাবলিন সিটি' অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে অং সান সু চি'র নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা। সু চি'কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার 'ফ্রিডম অব ডাবলিন' পুরস্কার ফিরিয়ে দেন। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি'র বিরুদ্ধে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
X
Fresh