• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ডিসেম্বর ২০১৭, ০৯:২৮

যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে মালয়েশিয়ায় একটি রাজনৈতিক দল ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছে। বুধবার এ আহ্বান জানানো হয়। খবর মিডল-ইস্ট মিরর।

মালয়েশিয়ান পিপলস ইকোনোমি পার্টি (পিইকেআইআরএ) এর সভাপতি মোহাম্মদ রিজুয়ান আব্দুল্লাহ কুয়ালালামপুরে একটি বিবৃতিতে বলেন, আমি ইসরাইলি পণ্য ও প্রতিষ্ঠানকে বর্জন করতে ব্যবসায়ী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আমরা এখন থেকে ইসরাইলের পণ্য ব্যবহার করব না।

২০১৪ সালে মালয়েশিয়ায় ফাস্ট ফুড চেইন বর্জনের কথা স্মরণে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, আমরা এর আগেও এ ধরণের সংগঠিত পণ্য বর্জন কর্মসূচি চালিয়েছিলাম এবং তারা বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবারও আমরা একই কাজ করব।

তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজাককে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিলে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানায় মালয়েশিয়া। একই সাথে দেশটির রাজনৈতিক দল ও সাধারণ মুসলমানরা বিভিন্ন ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ পুরোপুরি বন্ধের শর্তেই জিম্মিদের ফিরিয়ে দিবে হামাস
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
X
Fresh