• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তুরস্কে সেনা অভ্যুত্থানের দাবি, নিহত ৬০

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুলাই ২০১৬, ০৯:২৯

ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের সরকার উচ্ছেদের দাবি করেছে দেশটির সেনাবাহিনীর একাংশ। টেলিভিশনে দেয়া বিবৃতিতে তারা দাবি করে, একটি ‘শান্তি পরিষদ’ (peace council) এখন দেশটি নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার ভোরের দিকে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম এ কথা জানিয়েছে।

দেশটির বড় বড় শহরগুলোতে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত ৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার রক্ষার স্বার্থে সশস্ত্র বাহিনী ক্ষমতা দখল করেছে বলে সেনা বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, এখন ‘শান্তি পরিষদ’ দেশ চালাবে এবং সান্ধ্য আইন ও সামরিক আইন জারি থাকবে। গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুও তাদের দখলে। রাস্তায় নেমেছে ট্যাংক।

অজ্ঞাত স্থান থেকে দেয়া দেশটির স্থানীয় একটি টিভি চ্যানেলের ফুটেজে এরদোগান বলেন, তিনি এখনো ক্ষমতায় রয়েছেন।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদ্রিম জানান, তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ বেআইনি অভিযান শুরু করেছে। তবে এটা কোন অভ্যুত্থান নয়। এ অভিযান থামাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি।

সামরিক অভ্যুত্থান চেষ্টার দীর্ঘ ইতিহাস আছে তুরস্কের; ১৯৯৭ সালে সর্বশেষ অভ্যুত্থানে ডানপন্থী সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh