• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:০৭

ফ্রান্সের স্কুলের শিক্ষার্থীদের মোবাইল নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্সের সরকার। দেশটির শিক্ষামন্ত্রী জ্য-মাইকেল ব্ল্যাঙ্কর বলেছেন, আগামী সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

শিক্ষামন্ত্রী ব্ল্যাঙ্কর বলেছেন, ফ্রান্স সরকার অনেকদিন ধরেই এই নিষেধাজ্ঞার ব্যাপারে চিন্তাভাবনা করছিল।

দেশটিতে ক্লাসরুমে মোবাইল ফোন নিয়ে ঢোকা আগে থেকেই নিষিদ্ধ। তবে নতুন নিয়মে স্কুল শিক্ষার্থীরা এখন থেকে ক্লাসের ফাঁকে কিংবা ব্রেকের সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

রোববার লে গ্র্যান্ড জুরি টেলিভিশন প্রোগ্রামে ব্ল্যাঙ্কর বলেন, এখন শিশুরা স্কুলের ব্রেকের সময় আর খেলাধুলা করে না। তারা তাদের স্মার্টফোন নিয়ে বসে পড়ে এবং এটা একটা সমস্যা।

তবে এই নিষেধাজ্ঞা কিভাবে কার্যকর হবে সেটি এখনো স্পষ্ট নয়। কেননা শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন কোথায় রাখবে কিংবা কোনো প্রয়োজনে শিক্ষকরা তাদের কিভাবে খুঁজবে এই বিষয়গুলোর এখনো কোনো সুরাহা হয়নি।

এ প্রসঙ্গে ব্ল্যাঙ্কর বলেন, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আর এই নিষেধাজ্ঞা বিভিন্নভাবে কার্যকর হতে পারে। কেননা শিক্ষার জন্য মোবাইল ফোন লাগতে পারে। আবার জরুরি মুহূর্তেও মোবাইল ফোন প্রয়োজন হতে পারে। তাই মোবাইল ফোনগুলোকে স্কুলের মধ্যেই কোনো একটা জায়গায় রেখে দিতে হবে।

তবে স্কুলে মোবাইল ফোন নিয়ে আসার নিষেধাজ্ঞা প্রাথমিক বিদ্যালয় ও ১১ থেকে ১৫ বছর বয়সীদের ওপর কার্যকর হবে।

এর আগে ইমানুয়েল ম্যাক্রোঁ তার নির্বাচনী প্রচারণায়ও মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার কথা বলেছিলেন।

এদিকে আদৌ এ ধরনের কোনো নিষেধাজ্ঞা কার্যকর করা যাবে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে দেশটির প্রধান শিক্ষকরা।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
X
Fresh