• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জেরুজালেম ইস্যু শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাবে : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর ২০১৭, ০৮:৫১

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করায় মার্কিন প্রশাসনের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । সোমবার সিরিয়া, আংকারা ও কায়রোতে অবস্থিত রাশিয়ান সামরিক ঘাটি পরিদর্শন শেষে পুতিন এমন মন্তব্য করেন। খবর ফক্স নিউজ।

তার মতে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার যে চেষ্টা চলছিল তা ভেস্তে গিয়ে আবার সংঘাত রূপ নিবে বলে।

সংবাদমাধ্যম কর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ ট্রাম্প কর্তৃপক্ষ যে পদক্ষেপ গ্রহণ করেছে তা কখনই মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধান করবে না বরং তার বিপরীত হবে । এরই মধ্যেই কিছু অঞ্চলে সংঘাত শুরু হয়ে গেছে । তিনি আরো বলেন, ‘এই পদক্ষেপের ফলে ফিলিস্তিন-ইসরায়েলের শান্তি আলোচনা আর সম্ভব হবে না।’

জেরুজালেম সমস্যা মোকাবেলায় পুতিন জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন । এ বিষয়ে তিনি জানান, মস্কো বিশ্বাস করে একমাত্র জাতিসঙ্ঘের হস্তক্ষেপ ছাড়া ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।

আংকারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জানান, ট্রাম্প প্রশাসনের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণাটি তুরস্ক ও রাশিয়া একই চিন্তাধারা নিয়ে দেখছে । এর আগে এরদোগান ও পুতিন আংকারায় সিরিয়া, জেরুজালেম বিষয়ক সমস্যায় এক বৈঠক করেন ।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
‘সাকিবের উপস্থিতিতে দলে প্রশান্তি আসে’ 
তামিমের সেই বিজ্ঞাপন ইস্যুতে যা বললেন পাপন
মস্কো হামলা : যত টাকার বিনিময়ে গুলি চালায় বন্দুকধারীরা
X
Fresh