• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ১১:৫২
কোটা আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ
ফাইল ছবি

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। সেইসঙ্গে আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার (২৯ জুলাই) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।

ব্রিফিংয়ের প্রথমেই তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। এরপর প্রশ্নোত্তর দেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

ডুজারিক বলেন, বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথপ্রমাণ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলেও জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদন্তে নেমেছে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’
মানবাধিকার সংগঠন সোচ্চারের নতুন পরিচালনা পরিষদ গঠিত
প্রধান উপদেষ্টার জাতিসংঘ সম্মেলন শেষে ছয়টি কমিশনের কার্যপরিধি ঠিক করা হবে
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি শহীদুল