কেরালায় ভূমিধসে নিহত ৫, শত শত মানুষ হতাহতের আশঙ্কা
ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদির বড় এলাকাজুড়ে ভূমিধস হয়েছে। এতে শত শত মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেপ্পেদির যে অঞ্চলে ভূমিধস ঘটেছে, সেটি পাহাড়ি এলাকা। মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কেরালা রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ)।
মঙ্গলবার এক বিবৃতিতে কেসিডিএমএ জানিয়েছে, উপদ্রুত এলাকায় ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। এছাড়া কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দু’টি ইউনিটও এগিয়ে এসেছে উদ্ধার তৎপরতায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন। অন্যদিকে কেসিডিএমএ’র কর্মকর্তারা জানিয়েছেন, মেপ্পেদিতে ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা। বিদ্যুৎ সরবরাহ নেই।
মন্তব্য করুন