• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ?

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে এক ব্যক্তিকে আদালতে তোলা হচ্ছে।

আজ বুধবার আরো পরের দিকে ওই ব্যক্তিকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে। খবর বিবিসির।

২০ বছর বয়সী ওই ব্যক্তির নাম নাইমুর জাকারিয়া রহমান। উত্তর লন্ডনের বাসিন্দা নাইমুর ডাউনিং স্ট্রিটের নিরাপত্তা গেইটে বোমা হামলার পরিকল্পনা করেন তিনি। পরে ছুরি দিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনাও ছিল তার।

এ হামলার সঙ্গে জড়িত আরেকজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। ২১ বছর বয়সী ওই ব্যক্তির নাম মোহাম্মদ আকিব ইমরান। তিনি বার্হিংহামের বাসিন্দা।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ যে তিনি ভ্রমণ ভিসা ব্যবহার করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন।

সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা বলছেন, গেলো ২৮ নভেম্বর ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ম্যানচেস্টার এরিনায় বোমা হামলা ঠেকানো যেত নিরাপত্তা বাহিনীর এমন একটি পর্যবেক্ষণের পর এ দুজনকে গ্রেপ্তার করা হলো। গত মে মাসে চালানো ওই হামলায় ২২ জন নিহত হন।

তবে এমআইফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার জানিয়েছেন, গত মার্চ থেকে এ পর্যন্ত তারা নয়টি জঙ্গি হামলা পরিকল্পনা নস্যাৎ করেছেন। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী মে ও মন্ত্রিসভাকে এ তথ্য জানান।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!
স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
X
Fresh