• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিংহের মাথাওয়ালা দেবী মূর্তির সন্ধান মিসরে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:৪১

মিসরে পাওয়া গেছে সিংহের মাথাওয়ালা একটি দেবী মূর্তি। মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরের নীল অববাহিকায় সেখমেত নামের এই মূর্তির ২৭টি টুকরো আবিষ্কার করে মিসর ও ইউরোপের একটি যৌথ প্রত্নতাত্ত্বিক মিশন। খবর এএফপি, নিউজউইক।

মিসরের প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দ্য লেডি অব ওয়ার বা যুদ্ধের দেবী হিসেবে পরিচিত মূর্তিটি শহরের পশ্চিম তীরে অবস্থিত কলোসি অব মেমনন এলাকায় মাটির নিচে খুঁজে পাওয়া যায়। একটি নারী শরীর এবং একটি স্ত্রী সিংহের মাথা নিয়ে মূর্তিটির অবয়ব। কলোসি অব মেমনন এলাকাটি প্রাচীন মিসরের রাজধানী হিসেবে ব্যবহৃত হতো।

এএফপি জানায়, সদ্য পাওয়া মূর্তিটির উচ্চতা ছয় ফুট ৬ ইঞ্চি। কালো গ্রানাইট পাথর কেটে এটি তৈরি করা হয়েছে।

এর মাথায় সূর্য আকৃতির একটি চাকতি রয়েছে। এ জন্য এটিকে সূর্য দেবীও বলা হয়।

এছাড়া এটির কপালে শোভা পাচ্ছে একটি কোবরা। মিসরের সুপ্রিম কাউন্সিল অব অ্যানটিকুইটিসের মহাসচিব মোস্তফা ওয়াজিরি বলেন, ‘বাম হাতে জীবনের প্রতীক এবং অন্য হাতে প্যাপিরাস কাগজ ধারণ করে মূর্তিটি একটি সিংহাসনে বসে আছে।’

উল্লেখ্য, মূর্তিটি ৩ হাজার ৫শ’ বছরের পুরনো।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে পলাতক 
খুনাখুনিতে অশান্ত ময়মনসিংহ, দুই দিনে ৪ খুন
গৌরীপুরে কিল-ঘুষিতে কিশোর খুন
ময়মনসিংহে ছুরিকাঘাতে শ্রমিক খুন
X
Fresh