• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেষকৃত্যের আগেই নড়ে উঠল মৃত নবজাতক!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৯

সন্তান অনেক সাধনার ফল। এমন অনেক মানুষই আছে যাদের সন্তান নেই। আবার সন্তান পাবার জন্য মানুষ কত কিছুই না করে।

পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই সেই সাধনা সফল হয়। আর একটি শিশু পৃথিবীতে আসলে শুধু বাবা-মা নয়, সবাই খুশি হয়।

তেমনি ঘর আলোকিত করে যমজ সন্তানের জন্ম দেন এক মা। এসময় তিনি মৃত মেয়ে শিশু প্রসব করেন। আর ছেলে শিশুটি জীবিত জন্ম নিলেও দুই ঘণ্টা পর তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

পরে ওই পরিবার শিশু দুটির শেষকৃত্যের সব ব্যবস্থাও সেরে ফেলে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তারা দেখতে পায় ছেলে শিশুটি নড়াচড়া করছে।

পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের নয়া দিল্লিতে। নয়া দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে বৃহস্পতিবার ওই শিশু দুটি ভুমিষ্ঠ হয়।

ওই শিশুটির দাদা প্রভীন মালিক বলেছেন, আমরা ব্যাগ খুলে দেখলাম আমার নাতি এখনো বেঁচে আছে। আমি বিমূঢ় হয়ে গেছি। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না।

নয়া দিল্লির আরেকটি হাসপাতালে ওই শিশুকে এখন চিকিৎসা দেয়া হচ্ছে। মালিক বলেন, আমরা এখনো জানি না ও বাঁচবে কিনা।

তিনি আরো বলেন, আমরা ওকে আর ম্যাক্স হাসপাতালে নিয়ে যাবো না। সেখানকার ডাক্তারদের ওপর আস্তা হারিয়ে ফেলেছি আমরা। তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের এ অবেহলার জন্য তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মালিক।

তবে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জীবনের কোনো চিহ্ন’ না থাকায় শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে হস্তক্ষেপ করতে হয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জেইন এটিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে ‘কঠোর শাস্তি’র হুশিয়ারি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন অভিযুক্ত কাউকেই ছাড় দেয়া হবে না।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা
নিখোঁজের ২০ বছর পর মা-বাবার কাছে ফিরলেন সন্তান 
‘বাউন্ডুলে মানুষের সন্তানের খবর নেওয়ার দরকার আছে নাকি’
সখীপুরে প্রবাসীর স্ত্রীর একসঙ্গে ৬ সন্তান জন্ম, বেঁচে নেই কেউ
X
Fresh