• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১১:১৩

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বিউ শহরের একটি মার্কেটে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শনিবারের ওই হামলায় আরো ৪৭ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল-জাজিরার।

তারা জানাচ্ছেন, রাজধানী আবুজায় চালানো এ বোমা হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কেউই এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

তবে কর্মকর্তারা বলছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা বোকো হারাম চালিয়েছে।

জঙ্গি এ গোষ্ঠীটি পাবলিক প্লেসে প্রায় এ ধরনের হামলা চালিয়ে থাকে।

জাতিসংঘ বলছে, নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে বোকো হারাম এ ধরনের সন্ত্রাসী হামলা শুরু করলে ২০ হাজার লোক নিহত হয়। আর বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ১৭ লাখ মানুষ।

নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কিন্তু বোকো হারামকে কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না।

গেলো সেপ্টেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানিয়েছে, বোকো হারামের হামলায় এপ্রিল থেকে এ পর্যন্ত চারশ’ মানুষ নিহত হয়েছে।

দেশটির বোর্নো প্রদেশে বোকো হারাম বেশি সক্রিয়। ইউনিসেফ জানাচ্ছে, বোকো হারামের হুমকির কারণে বোর্নো প্রদেশের অর্ধেকের বেশি স্কুল খোলা সম্ভব হয়নি। ফলে এ বছর লাখ লাখ শিশু ক্লাসই করতে পারেনি।

এ/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
X
Fresh