• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ধনীদের সুবিধা দিতে কর সংস্কার করলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৩

আমেরিকার কর পদ্ধতিতে অবশেষে সবচেয়ে বড় পরিবর্তন আনলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার মার্কিন সিনেটে তার প্রস্তাবিত কর সংস্কার বিল অনুমোদন হয়েছে। খবর বিবিসির।

দীর্ঘ ৩১ বছরে এটিই দেশটির সবচেয়ে বড় কর সংস্কার। যেটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম আইনি বিজয় বলে মনে করা হচ্ছে।

গেলো এপ্রিলে আমেরিকার ধনী ব্যবসায়ীদের আয় ও কর্পোরেট কোম্পানির মুনাফার ওপর ‘ঐতিহাসিক’ কর ছাড়ের প্রস্তাব আনেন ট্রাম্প। ওই প্রস্তাবে ব্যক্তি পর্যায়ে আয়করে ছাড়, সম্পদের ওপর আরোপিত কর প্রত্যাহার এবং আয়কর বিবরণী সহজ করার কথা বলা হয়।

প্রস্তাবের প্রায় ৮ মাস পর এই বিল অনুমোদন হলো। বিলের পক্ষে ভোট পড়ে ৫১টি। আর বিপক্ষে ভোট পড়ে ৪৯টি। বিলে কর্পোরেট কর ৩৫ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

তবে ডেমোক্র্যাটরা এই বিল বিতর্কিত বলে উল্লেখ করেন। তারা বলছেন, এই বিলে ধনীক শ্রেণির মানুষ লাভবান হবেন। নিম্ন শ্রেণির মানুষের ব্যয় বাড়বে।
এতে করে আমেরিকার অর্থনীতিতে আগামী ১০ বছরে প্রায় দেড় লাখ কোটি ডলার ঘাটতি দেখা দিতে পারে।

যদিও রিপাবলিকানরা বলছেন, এই বিলের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষ সুবিধা পাবেন। সেইসঙ্গে দেশের অর্থনীতি এগিয়ে যাবে।

এই বিলের প্রশংসায় এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমেরিকার কর্মজীবী পরিবারের জন্য কর কমানোর ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছি।

এসআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh