• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিএনএনকে বয়কট করতে ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ নভেম্বর ২০১৭, ২৩:৩১

আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ককে (সিএনএন) বয়কটের আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্সের একটি টুইট রি টুইট করে ট্রাম্প লিখেন, আমাদের উচিৎ সিএনএসের ভুল সংবাদ বর্জন করা। তাদের সংবাদ আমাদের সময় অপচয় করছে।

টুইটে ‘হোয়াইট হাউজের বড় দিনের আয়োজন বয়কট করছে সিএনএন’এমন সংবাদের লিঙ্ক পোস্ট করেন সারা। সেসময় ব্যাঙ্গ করে তিনি লিখেন, বড়দিন দ্রুত চলে এসেছে! অবশেষে গুড সিএনএনের পক্ষ থেকে সুসংবাদ।

সিএনএনের সঙ্গে নির্বাচনী প্রচারকাল থেকে ট্রাম্পের দ্বন্দ্ব। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এটিঅ্যান্ডটি কর্তৃপক্ষের সঙ্গে লড়ছে যাতে সিএনএনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান টাইম ওয়ার্নারে সঙ্গে এটিঅ্যান্ডটি কোনো চুক্তি না করতে পারে।