• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নওয়াজের বিরুদ্ধে দুর্নীতির শুনানি ৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ নভেম্বর ২০১৭, ১৫:৪৯

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি ৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন।

ইসলামাবাদের হাইকোর্টে শরিফের বিরুদ্ধে দুর্নীতির যে শুনানি চলছে সেটির রায় হবার আগ পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি চেয়ে নওয়াজ শরিফের আবেদনের পর মঙ্গলবার আদালত এই আদেশ দেন।খবর দ্য ডনের।

জাতীয় জবাবদিহিতা আদালতের (ন্যাব) কৌঁসুলি সরদার মুজ্জাফার এ আবেদন খারিজ করার অনুরোধ জানান। তিনি বলেন, আদালতে সাক্ষীরা উপস্থিত আছেন তাই তাদের সাক্ষ্য নেয়া উচিত।

মুজ্জাফার আরো বলেন, গত শুনানিতে একজন সাক্ষীর অর্ধেক সাক্ষ্য নেয়া হয়েছে তাই আজ মঙ্গলবার সেটি শেষ করার সুযোগ দেয়া হোক।

তবে আদালত কৌঁশুলির আবেদন খারিজ করে দেন। এসময় আদালত আগামী ৪ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে, লাহোর থেকে ইসলামাবাদ পৌঁছান নওয়াজ শরিফ। পরে তাকে ব্যাপক নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে আসা হয়।

নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এবং তার স্বামী ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ সাফদার ওই শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরিফে নাম প্রকাশ পাওয়ার পর দেশটির সর্বোচ্চ আদালত তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেন। পরে ওইদিনই নওয়াজ শরিফ পদত্যাগ করেন।

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের সুপ্রিম কোর্টে নির্বাচন বাতিলের শুনানি সোমবার
আইয়ুব খানের নাতিকে প্রধানমন্ত্রী প্রার্থী করলেন ইমরান খান
যাকে প্রধানমন্ত্রী প্রার্থী করলেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ
X
Fresh