• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফিলিস্তিনিদের মধ্য রাফাহ ছাড়ার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ২০:১৯
মধ্য রাফাহ ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই শনিবার (১১ মে) এই নির্দেশ দেওয়া হয়েছে। এই হুমকিতে হাজার হাজার মানুষ বিপদে পড়েছেন। খবর কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মিসরের রাফা সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মধ্য রাফা অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী।

ত্রাণ সহায়তা কর্মীরা বলছেন, ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক ফিলিস্তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলে আইডিএফ’র তৈরি সম্প্রসারিত মানবিক অঞ্চলে গিয়েছেন এসব মানুষ। এ জায়গার অবস্থা আরও ভয়াবহ।

রাফা অঞ্চলে আক্রমণ বন্ধের মার্কিন চাপ অগ্রাহ্য করছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রাফা অঞ্চলে হামাসের শীর্ষ নেতা ও বাহিনী রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনি ১৪ আলোকচিত্রীর ছবিতে মানবতার সংকট, ন্যায়বিচারের জন্য আর্তনাদ
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অ্যামনেস্টির
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৬ ফিলিস্তিনি, আহত ৯৬