• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে বোমা হামলায় শীর্ষ কর্মকতাসহ দুই পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ নভেম্বর ২০১৭, ১৭:১১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে বোমা হামলায় কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক রাজধানী পেশোয়ারের হায়াতাবাদের তাতারা পার্কের কাছে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

হামলায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মাদ আশরাফ নুর এবং তার নিরাপত্তা রক্ষী নিহত হন।

পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি শহরের একটি হাসপাতালে নিয়ে যায়।

ওই পুলিশ কর্মকর্তা তার দপ্তরে যাওয়ার সময় এ হামলার শিকার হন।

হামলার ধরণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করা হয়নি।

হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
X
Fresh