• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুক্তি পেলেন মুম্বাই হামলার অন্যতম সন্দেহভাজন হাফিজ সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ নভেম্বর ২০১৭, ১৩:০৭

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন হাফিজ সাঈদ বৃহস্পতিবার গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। পাকিস্তানের লাহোর আদালতের নির্দেশ অনুযায়ী গৃহবন্দিত্বের মেয়াদ শেষ হওয়ায় হাফিজকে মুক্তি দেয়া হয়। শুক্রবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

সন্ত্রাসবাদের অভিযোগে মঙ্গলবার পাঞ্জাব সরকার হাফিজের আটকাদেশ মেয়াদ আরো তিন মাস বাড়ানোর আবেদন করলেও যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় আদালত তা প্রত্যাখ্যান করেন।

মুম্বাই হামলার এই সন্দেহভাজন পরিকল্পনাকারী পাকিস্তানের ইসলামী সংগঠন জামাত উদ দাওয়া-জেইউডি এর প্রধান।

এর আগে আমেরিকা হাফিজকে জঙ্গি-গোষ্ঠী লস্কর ই তৈয়বার প্রতিষ্ঠাতা দাবি করে তার মাথার মূল্য এক কোটি ডলার ঘোষণা করেছিল। তবে হাফিজ বরাবরই ওই হামলায় নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে আসছেন।

লাহোরের এমন আদেশ দুই দেশের মধ্যকার উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

উল্লেখ্য, গত জানুয়ারিতে হাফিজ সাঈদ ও তার চার সহযোগীকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করা হয় ৯০ দিনের জন্য। পরে দুবার আটকাদেশ বাড়ানো হয়।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০০ হলে মুক্তি পাবে ‘ডেডবডি’
সংসদ এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
X
Fresh