• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১১ জন আরোহীসহ মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ নভেম্বর ২০১৭, ১৪:৫৯

মার্কিন নৌবাহিনীর একটি বিমান ১১ জন আরোহীসহ জাপানের দক্ষিণ-পূর্ব ওকিনাওয়ায় প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানটি রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। খবর ইন্ডিপেন্ডেন্ট, ফক্স নিউজের।

জাপানভিত্তিক সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, রণতরী থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, বিমানে থাকা কর্মকর্তাদের উদ্ধারে কাজ চলছে। তাদের খুঁজে পাওয়ার পর ইউএসএস রোনাল্ড রিগ্যানে থাকা মেডিকেল স্টাফরা এ বিষয়ে পর্যবেক্ষণ জানাবেন।

সপ্তম নৌবহর জানিয়েছে, ফিলিপিন্স সাগরে জাপানি সময় পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

এদিকে ওই বিমানে থাকা ক্রু ও আরোহীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

নৌবাহিনী জানিয়েছে, কি কারণে ওই বিমান বিধ্বস্ত হয়েছে সেটি জানা যায়নি।

প্রোপেলার চালিত পরিবহন বিমান সি-টু গ্রেহাউন্ড সাধারণত কর্মকর্তা, মেইল এবং মালামাল বহন করে থাকে।

বিমানটি পাঁচ দশকের বেশি সময় ধরে চলাচল করছে। তবে এটির জায়গা সম্প্রতি ওসপ্রে বিমান আনার কথা চলছিল।

এ বছরের শুরুর দিকে এশিয়ার জলসীমানায় বড় দুটি দুর্ঘটনার শিকার হয় সপ্তম নৌবহর। ওই দুটি ঘটনায় ১৭ জন নিহত হয়। এর ফলে সপ্তম নৌবহরের কমান্ডারসহ আট শীর্ষ নৌ কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh