• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টিতে মক্কায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ২৩:১০

প্রচণ্ড বৃষ্টির কারণে সৌদি আরবের মক্কা ও এর আশেপাশের এলাকায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করা ঘোষণা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির শিক্ষা অধিদপ্তর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। খবর আরব নিউজের।

আবহাওয়া এবং পরিবেশ সুরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মক্কা ছাড়াও জেদ্দা ও তাইফে বৃষ্টিপাত আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে বন্যা হবারও সম্ভাবনা রয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানায়, স্থানীয়দের বন্যা কবলিত এলাকাগুলো এড়িয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদীগুলোর নিকটবর্তী স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, বৃষ্টিপাতের প্রভাবে উত্তর সীমান্তের আল-জওফ ও হেল অঞ্চলের উপর ধুলি ঝড়ও হবার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মদিনা ও মক্কা অঞ্চলে উপকূলীয় এলাকায় এবং জিজান, আসের ও বাহা পর্বতমালায় বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ জেদ্দার আসে পাশের ছয়টি টানেল বন্ধ করে দিয়েছে।

মরুভূমির দেশটিতে সাধারণত বৃষ্টি হলে বাসিন্দারা উপভোগ করতেন। তবে ২০০৯ সালের শেষের দিকে বন্যায় জেদ্দার অনেক বাসিন্দা বিপর্যয়ে পড়েন। ওই বন্যায় অনেক লোক গাড়িতে আটকা পড়েন। সেসময় কয়েক ডজন লোক মারা যায়।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
X
Fresh