• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুগাবেকে পদত্যাগের আহ্বান সাবেক ভাইস প্রেসিডেন্ট এমনানগাগওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

  ২১ নভেম্বর ২০১৭, ১৫:৩৩

জিম্বাবুয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া জিম্বাবুয়ের বাইরে থেকে এই আহ্বান জানান। খবর বিবিসির।

তাকে হত্যার ষড়যন্ত্র চলছে এমনটি জানার পর জিম্বাবুয়ে থেকে পালিয়ে যান এমনানগাগওয়া। তিনি বলেছেন, তার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জিম্বাবুয়েতে ফিরবেন না এমনানগাগওয়া।

অজ্ঞাত এক জায়গা থেকে মঙ্গলবার এমনানগাগওয়া বলেন, প্রেসিডেন্ট মুগাবের উচিত জনতার এই ‘আহ্বান’ মেনে পদত্যাগ করা।

এমনানগাগওয়া আরো বলেন, প্রেসিডেন্টকে বলেছি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত দেশে ফিরবো না। কারণ আমাকে পদচ্যুত করার পর যে ব্যবহারের শিকার হয়েছি সেটি সুখকর নয়।

সাবেক এই ভাইস প্রেসিডেন্টকে অপসারণের পরই গেলো বুধবার জিম্বাবুয়ের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী।

এরপর থেকেই কার্যত গৃহবন্দি রয়েছেন প্রেসিডেন্ট মুগাবে। এরমধ্যেই সেনা অভ্যুত্থানের পর শুক্রবার একটি গ্রাজুয়েশন অনুষ্ঠানে হাজির হন প্রেসিডেন্ট মুগাবে।

এর আগে সোমবার এক টেলিভিশন ভাষণে পদত্যাগে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট মুগাবে। আর জানু-পিএফ রোববার তাকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়।

মঙ্গলবার আরো পরের দিকে ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি প্রেসিডেন্ট মুগাবের অভিশংসন প্রক্রিয়া শুরু করবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
জিম্বাবুয়ের প্রেসিডেন্টসহ শীর্ষস্থানীয়দের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
টিভিতে আজকের খেলা
X
Fresh