• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরমাণু হামলার ‘অবৈধ’ আদেশ প্রতিহত করবো

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৭, ১০:৪৩

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক কমান্ডার বলেছেন, পারমাণবিক হামলার বিষয়ে যেকোনো ধরনের ‘অবৈধ’ প্রেসিডেন্টশিয়াল আদেশ তিনি প্রতিহত করবেন। কানাডায় হ্যালিফেক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে মার্কিন বিমান বাহিনীর জেনারেল জন হেইটেন এই মন্তব্য করেন। খবর বিবিসির।

উল্লেখ্য, জেনারেল হেইটেন যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের প্রধান। কৌশলগত কমান্ডের প্রধান হিসেবে জেনারেল হেইটেন প্রেসিডেন্টকে এ ধরনের বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।

জেনারেল হেইটেন বলেন, এ ধরনের বিষয় নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি। যখন আপনার ওপর এতো বড় দায়িত্ব থাকে, তখন চিন্তা না করে উপায় আছে?

তিনি বলেন, আমি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকি। তবে আমাকে কি করতে হবে তিনিই সেটা বলে দেবেন।

কিন্তু পরমাণু হামলা চালানোর সিদ্ধান্ত যদি অবৈধ হয়, তাহলে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলবো এটা অবৈধ।

প্রেসিডেন্ট ট্রাম্প তখন এ বিষয়ক আইনি ব্যাপারগুলো আমার কাছে জানতে চাইবেন। তখন আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো।

জেনারেল হেইটেন আরো বলেন, বিষয়টা এতোটাই সহজ।

তিনি আরো বলেন, যদি কেউ কোনো অবৈধ আদেশ কার্যকর করেন তাহলে তাকে জেলে যেতে হবে। এমনকি তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

মার্কিন সিনেটে পরমাণু হামলা চালানোর ব্যাপারে দেশটির প্রেসিডেন্টের কর্তৃত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পর জেনারেল হেইটেন এই মন্তব্য করেন।

ওই আলোচনায় কয়েকজন সিনেটর আশঙ্কা প্রকাশ করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরণের হামলার ব্যাপারে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করতে পারেন।

তবে বাকিরা বলেছেন, পরমাণু হামলা চালানোর ব্যাপারে কোনো ধরনের আইনি হস্তক্ষেপ ছাড়াই প্রেসিডেন্টকে ক্ষমতা দেয়া উচিত। গেলো ৪০ বছরের বেশি সময়ের মধ্যে এ বিষয়ে এটিই প্রথম কোনো শুনানি।

গেলো আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে ব্যাপক উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে।

এদিকে অক্টোবরে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান সিনেটর বব কর্কার অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন’।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh