• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইন্টারনেট থেকে আইএসকে নিশ্চিহ্ন করে দেয়া হবে!

অনলাইন ডেস্ক
  ১৫ নভেম্বর ২০১৭, ১৮:৫৭

ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ডিসেনসন নামের মুসলিম হ্যাকারদের একটি দল। হ্যাকারদের দলটি সাইলেন্স দ্য সোর্ডস হ্যাশট্যাগ দিয়ে ইন্টারনেটে আইএসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।

তারা আগামী ১৭ নভেম্বর আইএসকে ইন্টারনেট থেকে নিশ্চিহ্ন করে দেয়ার ঘোষণা দিয়েছে। ডিসেনসন অক্টোবর মাসের শেষ দিকে একবার ইসলামিক স্টেটের মুখপত্র আমাকের মেইল অকেজো করে দিয়েছিল। এরপর আইএস তাদের মেইল সেবা ঠিক করেছে ও উন্নত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানায়। এর তিন ঘণ্টার মধ্যে হ্যাকাররা আবার আমাকের গ্রাহক তালিকা হ্যাক করে প্রায় ২,০০০ গ্রাহকের কাছে একটি সতর্কবার্তা পাঠিয়ে দেয়।

গত সপ্তাহে একটি টুইটে হ্যাকারদের দলটি ঘোষণা দেয়, তারা ১৭.১১.১৭ তারিখে ইন্টারনেটের সব গোপন জায়গা থেকেও আইএসকে নিশ্চিহ্ন করে ফেলবে।

আরেকটি টুইটে হ্যাকাররা আইএসের সমর্থকদের উদ্দেশ্য করে বলে, ‘তোমাদের ব্যর্থ খিলাফাত যেমন ম্যাপ থেকে মুছে ফেলা হয়েছে, তেমনভাবেই ইন্টারনেট থেকেও তোমাদের মুছে ফেলা হবে।’

আমেরিকার নিউজউইক পত্রিকা ডিসেনসনের সাথে যোগাযোগের চেষ্টা করে এখন পর্যন্ত সফল হয়নি।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh