• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের লেবার পার্টির নেতা করবিন

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:২১

ব্রিটেনে ফের লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন জেরেমি করবিন। দু’বছরে দ্বিতীয়বারের মতো নিজের জনপ্রিয়তা প্রমাণ করলেন তিনি। ব্রেক্সিট গণভোটের পর তাঁর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ায় এ ভোট গ্রহণ হয়। প্রতিদ্বন্দ্বী ইয়েইন স্মিথকে হারিয়ে সহজ জয় পান করবিন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভোটে অংশ নেন দলটির পাঁচ লাখের বেশি সদস্য। যাতে করবিন পান তিন লাখ তের হাজারের বেশি ভোট যা মোট ভোটের ৬১ দশমিক ৮ শতাংশ। আর ওয়েইন স্মিথ পান এক লাখ তিরানব্বই হাজারের বেশি সদস্যের ভোট যা মোট ভোটের ৩৮ দশমিক ২ শতাংশ।

জয়ের পর লেবারদের ফের সংগঠিত করার অঙ্গীকার করেন করবিন। কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণাও দেন তিনি।

ব্রেক্সিট ইস্যুতে করবিনের নেতৃত্বের বিরোধীতা করেন লেবার পার্টির বেশ ক’জন গুরুত্বপূর্ণ সদস্য। দলীয় সদস্যদের দাবির মুখে তাঁর নেতৃত্ব যাচাইয়ের জন্য এ ভোট হয়। তাঁর এ জয়ের মধ্য দিয়ে লেবার নেতৃত্ব আরো সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh