• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার বিষাক্ত বায়ু দূষণে আক্রান্ত লাহোর

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ নভেম্বর ২০১৭, ১২:৩৯

দিল্লির পর এবার বিষাক্ত বায়ু দূষণের কবলে পাকিস্তানের লাহোর। প্রায় দুই সপ্তাহ ধরে বিষাক্ত বায়ু দূষণে আচ্ছন্ন হয়ে আছে পাকিস্তানের এই দ্বিতীয় বৃহত্তম শহরটি। খবর নিউ ইয়র্ক টাইমস, পাকিস্তান টুডে।

শহরটির বায়ুতে পিএম ২.৫ নামের বিপজ্জনক এক পদার্থ-কণার উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতি কিউবিক মিটারে ১,০৭৭ মাইক্রোগ্রাম এই বায়ুকণার শনাক্ত করা গেছে। এটি মানুষের ফুসফুসের গভীরে এবং রক্তনালীতে প্রবেশ করে।

বহুজাতিক প্রতিষ্ঠানের ২৬ বছরের এক ম্যানেজার আমনা মান্নান বলেন, আপনি সারাদিন বাতাসে গন্ধ ও ধোঁয়া দেখতে পাবেন। বাতাসে ময়লার স্তর আপনি স্পর্শ করতে পারবেন।

তিনি আরো বলেন, নিশ্বাস নেয়ার সময় আমি আসলে শ্বাস নিতে ভয় পাই।

১১ মিলিয়ন লোকের বসবাসের লাহোরেই শুধু এ পরিবেশ দূষণ সীমাবদ্ধ নয়। ২০১৫ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার মতে, পুরো পাকিস্তানে ৬০ হাজার মানুষ মারা যায় বাতাসে অসহনীয় মাত্রায় বিষাক্ত কণার উপস্থিতির কারণে। বায়ু দূষণের কারণে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মৃত্যুর ঘটনা।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের দিল্লীর পর লাহোরে ভয়াবহ এ বায়ু দূষণ সৃষ্টি হয়। ২০১৪ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে ঘোষণা করে।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh