• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাশিয়ার বিরুদ্ধে এবার যুক্তরাজ্যের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৭, ১৮:১৫

রাশিয়ার বিরুদ্ধে এবার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। অত্যন্ত কঠোর ভাষায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আক্রমণ করেছেন তিনি।

লন্ডনে একটি ভোজ অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে থেরেসা বলেন, ভ্লাদিমির পুতিন সরকার ‘মুক্ত সমাজগুলো নিচু’ দেখানোর চেষ্টা করছেন।

থেরেসা অভিযোগ করেন, রাশিয়া ‘মিথ্যা সংবাদ ছড়াচ্ছে’ এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে।

তিনি বলেন, রাশিয়াকে চিরস্থায়ীভাবে ছাড় দেবে না ব্রিটেন। দেশটি তার স্বার্থ রক্ষা করবে।

লর্ড মেয়র ব্যানকোয়েটের ম্যানসন হাউসে পররাষ্ট্র নীতিবিষয়ক এ বক্তৃতায় থেরেসা এটিকে ‘প্রেসিডেন্ট পুতিনের জন্য সাধারণ বার্তা’হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, মস্কো সাম্প্রতিক বছরগুলোতে ক্রাইমিয়াকে নিজেদের দেশের অংশ করে নিয়েছে। আর ইউরোপজুড়ে বিভিন্ন দেশের সরকার ও পার্লামেন্টের ওপর সাইবার হামলা থেকে রাশিয়াকে বিরত থাকতে হবে।

থেরেসা বলেন, রাশিয়া পশ্চিমা বিশ্বের মূল্যবান অংশীদার হতে পারে। যদি তারা নিয়ম মেনে চলে।

রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের জাতীয় আকাশসীমা বারবার লঙ্ঘন ও সাইবার গুপ্তচরবৃত্তি এবং ভাঙন ধরানোর নীতির চর্চা করেছে, বলেও অভিযোগ করেন থেরেসা।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আগামী মাসে রাশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে থেরেসার এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পুরো উল্টো। কেননা কয়েক দিন আগেই ট্রাম্প বলেছিলেন, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেনি বলে পুতিনের বক্তব্যকে তিনি বিশ্বাস করেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কোয় সন্ত্রাসী হামলার নিন্দা জানালেন প্রধানমন্ত্রী 
মস্কোর কনসার্টে হামলাকারীদের ছবি প্রকাশ করল আইএস
মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩
মস্কো হামলায় নিহত বেড়ে ১১৫
X
Fresh