• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মিসর উপকূলে নৌকাডুবিতে ১৬২ শরণার্থীর মৃত্যু

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৭

মিসর উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। বুধবার অতিরিক্ত যাত্রী বহন করা নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে যায়। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বেঁচে যাওয়া যাত্রীরা জানান, তাদের বহনকারী নৌকাটিতে ৪৫০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

মাছ ধরার ওই নৌকাতে করে মিসর থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন তারা। পরে বন্দর শহর রোসেটার উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি উল্টে গেলে বহু অভিবাসীর মৃত্যু হয়।

এ পর্যন্ত ১৬৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh