• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নৌকা ডুবে ভারতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ নভেম্বর ২০১৭, ১৩:৩১

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি নৌকা ডুবে মারা গেছেন অন্তত ১৬ পুণ্যার্থী। সোমবার ভারতীয় পুলিশের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে বিবিসি, এনডিটিভি।

দেশটির পুলিশ জানিয়েছে, নৌকাটিতে ৩৮ জন যাত্রী ছিলেন। যার বেশিরভাগই একটি ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, হায়দরাবাদ থেকে ২৭৫ কিলোমটিার দূরে বিজয়াদ্দার কৃষ্ণ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বলেছে, ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরো কোনো মরদেহ আছে কিনা তা জানতে উদ্ধার অভিযান চলছে। রাজ্যের পর্যটনমন্ত্রী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকার মালিকের বৈধ কোনো কাগজপত্র নেই। তাছাড়া নৌকাটিতে অতিরিক্ত লোক তোলা হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে যমুনায় নৌকাডুবিতে নিহত হয়েছিলেন ২২ জন। আর একই ঘটনায় নিখোঁজ হয়েছিলেন ২৭ জন।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh