• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

অনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর ২০১৭, ২১:০২

ইরাকের বাগদাদে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন অন্তত ৭ সৈন্য। রোববার এ ঘটনা ঘটে। নিহতের খবর নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতির বরাত দিয়ে খবর প্রকাশ করে বার্তা সংস্থা সিনহুয়া, রয়টার্স ।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার এমআই-১৭ হেলিকপ্টারটি বাগদাদ প্রদেশের ১৬০ মাইল দক্ষিণে প্রশিক্ষণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ভূপাতিত হয়।

ইরাকের বিমান বাহিনীর কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, এ ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট ও সেনাবাহিনীর পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন।

কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।

সিরিয়ায় পশ্চিমাঞ্চলীয় সীমান্তের কাছাকাছি এই এলাকায় ইরাকি সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে ইরাকি বাহিনী এই এলাকা থেকে চরমপন্থিদের সরিয়ে দেয়।

উল্লেখ্য, এক সময় বিশ্বের অন্যতম বড় বিমান বাহিনী থাকলেও ২০০৩ সালে যুক্তরাষ্ট্র দেশটিকে দখল করে নেওয়ার পর ইরাকি বিমান বাহিনীর অস্তিত্ব বিলীন হয়ে যায়। এখন আবার ধীরে ধীরে নিজেদের বিমান বাহিনীকে গড়ে তুলছে দেশটি।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক ও সিরিয়ায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের
X
Fresh