• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিপিএ’র চেয়ারপারসন হলেন ক্যামরুনের লিফাকা

অনলাইন ডেস্ক
  ০৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৬

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামরুনের ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোয়া লিফাকা। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হলেন।

আজ (মঙ্গলবার) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে ভোট অনুষ্ঠিত হয়।

সিপিএর মহাসচিব আকবর খান ভোটের ফল ঘোষণা করেন।

নির্বাচনে লিফাকা ১৯২ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হন। অপর দুই প্রার্থী কোক আইল্যান্ডের নিক্কি র‍্যাটেল পান ৭০ ভোট। ক্যারিবীয় দ্বীপ মনসেরাতের শার্লি এম ওসবোর্ন পেয়েছেন ১৫ ভোট।