• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের সঙ্গে সংঘাতের অবসান চায় পাকিস্তান

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০১

ভারতের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় পাকিস্তান। তবে কাশ্মির সমস্যার সমাধান না করে তা সম্ভব নয় বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেয়া ভাষণে দিল্লি-ইসলামাবাদ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এ মন্তব্য করেন তিনি।

নওয়াজ শরিফ বলেন, সবকিছুর পরও ভারতের সঙ্গে শর্তহীন সংলাপে পাকিস্তান তৈরি। তবে কাশ্মির সংকটের নিরসন ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এর প্রতিক্রিয়ায় ভারত সরকার জানায়, পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা অসম্ভব।

রোববার ভোরে একদল ‘বিচ্ছিন্নতাবাদী’ কাশ্মিরের উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন। এখন পর্যন্ত কোনও সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকে সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।

এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh