• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৭৫

অনলাইন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০১৭, ১৮:৪৭

সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে এক সমাবেশে ইসলামিক স্টেট গ্রুপের গাড়ী বোমা হামলায় অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার এ বোমা হামলার ঘটনা ঘটে। রোববার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করে এএফপি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর ইজরে শনিবারের ওই হামলায় শিশুসহ ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৪০ জন আহত হয়েছে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ নেটওয়ার্ক সূত্রের পাওয়া তথ্যে বলা হয়, শনিবারের ওই বিস্ফোরণে কয়েক ডজন লোক নিহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার দুই শহর হোমস ও দামেস্ক নগরীতে বোমা হামলা চালিয়েছিল। এ ঘটনায় নিহত হয়েছিল অন্তত ১৪৩ জন। আইএস এই হামলার দায় স্বীকার করেছিল।

এপি/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলার ঘটনায় এখনও নিখোঁজ ১৪৩
জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
X
Fresh