• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিমান থামিয়ে বলা হলো ‘বাসে যান’

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ নভেম্বর ২০১৭, ১৮:৪১

গন্তব্যে পৌঁছতে তখনো বহুদূর বাকি, তার আগেই মাঝ আকাশ থেকে নেমে গেল পাকিস্তানের একটি বিমান।

এরপর সেই বিমানের যাত্রীদের বলা হয়, আপনারা যে যার মতো বাসে করে চলে যান। বিমান যাবে না। শনিবার এ ঘটনা ঘটে। খবর জিইও নিউজ।

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি বিমান আবুধাবি থেকে আসছিল। পাকিস্তানের রহিম ইয়ার খান বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। কিন্তু তা না করে বিমানটি লাহোরে নেমে পড়ে। যাত্রীদের জানানো হয় দৃষ্টি স্পষ্ট না হওয়ার কারণে বিমানটি নামিয়ে দেয়া হয়েছে। এসময় যাত্রীদের বাসে যাওয়ার অনুরোধ করা হয়। তবে যাত্রীরা তা করতে অস্বীকৃতি জানান।

অনুরোধ না মানায়, বিমানের কর্মীরা শীততাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের সুইচ বন্ধ করে দেন। ফলে বিমানের ভেতর দমবন্ধ পরিবেশের সৃষ্টি হয়।

লাহোর থেকে রহিম ইয়ার খানের দূরত্ব ৬২৪.৫ কিলোমিটার। যাত্রীরা অনুরোধ করে, তাদের যেন রহিম ইয়ার খান বিমানবন্দরে না নামিয়ে অন্তত মূলতান বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেয়া হয়। রহিম ইয়ার খান বিমানবন্দর থেকে মূলতান বিমানবন্দরের দূরত্ব ২৯২ কিলোমিটার।

উল্লেখ্য খারাপ আবহাওয়ার কারণে কম দৃশ্যমানতা থাকায় বিমান নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেনি বলেন জানান বিমানের পাইলট।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh