• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুতিনকে হত্যা করতে চাওয়া সেই নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ অক্টোবর ২০১৭, ২০:২৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে চাওয়া আমিনা ওকুয়েভা ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার রাতে এক হামলায় নিহত হয়েছেন। এসময় তার স্বামী অ্যাডাম ওসমায়েভ আহত হন।

গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া আমিনা ইউক্রেনের নাগরিক। তার স্বামী ওসমায়েভ রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচনিয়ার নাগরিক।

মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত খবরে এসব কথা বলা হয়েছে।

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণায়ের উপদেষ্টা অ্যান্টন গেরাশচেনকো এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘থেমে গেলেন দেশপ্রেমের স্ফুলিঙ্গ আমিনা। কিয়েভের এক গ্রামের ভেতর দিয়ে যাওয়ার পথে রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় তার গাড়ির উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ওসমায়েভ আহত হলেও জীবিত রয়েছেন। আমি মাত্র ফোনে তার সঙ্গে কথা বলেছি।’

তিনি আরো লিখেছেন, ইউক্রেন সবসময় আমিনাকে স্মরণ করবে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।

আরেক উপদেষ্টা জোরিয়ান শ্কিরিয়াক তার ফেসবুক পোস্টে লিখেছেন, ইউক্রেনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার জন্য আমিনার আত্মত্যাগ ও বীরত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ বছরের জুনেও পুতিনকে হত্যা করতে গিয়ে গুলিবিদ্ধ হন বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ওসমায়েভ। ফরাসি সাংবাদিকের ছদ্মবেশী বন্দুকধারী ডিঙ্গোর হাতে গুলিবিদ্ধ হন তিনি। পরে ডিঙ্গোকে গুলি করেন আমিনা।

২০১২ সালের পুতিন হত্যার চেষ্টায় অভিযুক্ত হিসেবে নাম ছিল ওসমায়েভের। তখন তার বিরুদ্ধে সঠিক কোনো তথ্যপ্রমাণ পায়নি রাশিয়া। তবু বিস্ফোরকের অবৈধ দখলদারিত্বের কারণে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হয় তাকে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য সহায়তা বিলে ভোট আজ
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
X
Fresh